চট্টগ্রাম বিভাগে স্বাগতম
চট্টগ্রাম
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম। পাহাড় ও সমুদ্রে ঘেরা চট্টগ্রাম জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই চট্টগ্রাম জেলাকে প্রাচ্যের রাণী হিসেবে ডাকা হয়।চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছেঃ রাগুনিয়া চা বাগান – উত্তর রাঙ্গুনিয়া, চট্টগ্রাম চিড়িয়াখানা, সন্দ্বীপ সমুদ্র সৈকত, আন্দরকিল্লা জামে মসজিদ, কমনওয়েলথ ওয়ার সেমেট্রি চট্টগ্রাম, কালুরঘাট, খানখানাবাদ সমুদ্র সৈকত – বাঁশখালী, খিরাম সংরক্ষিত বনাঞ্চল – ফটিকছড়ি, চন্দ্রনাথ মন্দির, সীতাকুন্ড, চেরাগী পাহাড়, চাঁদপুর-বেলগাঁও চা বাগান – পুকুরিয়া; বাশখালী, জাতি-তাত্ত্বিক জাদুঘর, জে এম সেন হল, নজরুল স্কয়ার, পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি সমুদ্র সৈকত, ফয়েজ লেক, বাটালী পাহাড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নেভাল একাডেমি, বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক – সীতাকুণ্ড, বাঁশখালী ইকোপার্ক, বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা পটিয়া, ভাটিয়ারি গল্ফ ক্লাব, ভূজপুর সংরক্ষিত বনাঞ্চল – ভূজপুর; ফটিকছড়ি, মহামুনি বৌদ্ধ বিহার – রাউজান, মহামায়া সেচ প্রকল্প – মীরসরাই, রাঙ্গনিয়া কোদালা চা বাগান, লালদিঘি, লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য ।
প্যাকেজ সমূহরাঙ্গামাটি
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। প্রাচীনকালে এ জেলায় প্রচুর পরিমান কার্পাস তুলা পাওয়া যেতো, যার নামানুসারে কার্পাসমহলই ছিল এ জেলার প্রাচীন নাম। বর্তমানে এখানকার প্রাকৃতিক রূপ-বৈচিত্র্যে খ্যাতি পেয়েছে ‘রূপের রানী’ হিসেবে। পাহাড়, নদী ও লেকবেষ্টিত একটি বৈচিত্রময় জনপদ যেখানে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক্, পাংখোয়া, লুসাই, সুজে সাওতাল , রাখাইন সর্বোপরি বাঙ্গালীসহ ১৪টি জনগোষ্ঠির বসবাস। উল্লেখ্য এখানে কিছু অসমীয়া ও গুর্খা সম্প্রদায়ের বসবাস রয়েছে। অনেকের মতে রাঙ্গামাটি না দেখলে পুরো বাংলাদেশটাই না কি অদেখা রয়ে যায়। এখানকার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ হলো: কাপ্তাই হ্রদ, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্র, পর্যটন মোটেল ও ঝুলন্ত সেতু, রাজবন বিহার, তবলছড়ি আনন্দ বিহার, সুবলং ঝর্ণা, ধুপপানি ঝর্ণা, মুপ্পোছড়া ঝর্ণা, সাজেক ভ্যালি, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, উপজাতীয় জাদুঘর, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য, নৌ বাহিনীর পিকনিক স্পট, ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজবাড়ি, ইত্যাদি ।
প্যাকেজ সমূহবান্দরবান
বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। বান্দরবানের দক্ষিণ-পশ্চিমে কক্সবাজার, উত্তর-পশ্চিমে চট্রগ্রাম জেলা, উত্তরে রাঙামাটি ও পুর্বে মায়ানমার। ভৌগলিক কারণেই বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর বান্দরবান জেলা। এটি বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিসম্পন্ন স্থান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সাকা হাফং (১০৫২ মিটার) । দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং (৮৮৩ মিটার) এবং সর্বোচ্চ খাল রাইখিয়াং এই জেলায় অবস্থিত। বান্দরবান বাংলাদেশের ভূ-স্বর্গ। পাহাড়ের স্নেহ ছায়ায় গড়ে উঠা এক স্বপ্নীল জনপদ। সম্প্রীতি এ জেলার অহংকার। মহান স্রষ্টার উজাড় করা প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন্ত ভান্ডার বান্দরবান। নৈসর্গিক সৌন্দর্য এবং এ জেলার জাতিগোষ্ঠিদের অকৃত্রিম জীবনাচরণ যে কারো আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় - “বান্দরবান: দেশের ভূ-স্বর্গ”-এ আপনাকে আমন্ত্রণ। দর্শনীয় স্থান সমূহ : শৈল প্রপাত,মেঘলা,নীলাচল,চিম্বুক পাহাড়,নীলগিরি,বগালেক,কেওক্রাডং,নাফাখুম জলপ্রপাত, জাদিপাই ঝর্ণা,স্বর্ণ মন্দির,নীল দিগন্ত পর্যটন কেন্দ্র,রিজুক ঝর্না,চিংড়ি ঝর্ণা,ডিম পাহাড়,মারায়ংতং,দামতুয়া ঝর্ণা,অন্যান্য স্থানঃ প্রান্তিক হ্রদ, জীবননগর এবং কিয়াচলং হ্রদ।
প্যাকেজ সমূহকক্সবাজার
কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর,মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল। নৈসর্গিক সৌন্দর্য্যের জন্যে বিখ্যাত এই জেলা চট্রগ্রাম থেকে দূরত্ব ১৫২ কিলোমিটার ও ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন।
কক্সবাজারের প্রাচীন নাম পালংকী । একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন । কক্স সাহেবের বাজার হতে কক্সবাজার নামের উৎপত্তি ।
বিভিন্ন উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসে বৈচিত্রময় এই জেলার জনপ্রিয় স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লাবনী বীচ, সুগন্ধা বীচ, কলাতলি বীচ, হিমছড়ি, ইনানী বীচ, মেরিন রোড, সেন্টমার্টিন, রামু বৌদ্ধ বিহার, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ ইত্যাদি। পর্যটন, বনজসম্পদ, মৎস্য, শুটকিমাছ, শামুক, ঝিনুক ও সিলিকাসমৃদ্ধ বালুর জন্য কক্সবাজারের অবস্থান তাই ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে সবার উপরে।
প্যাকেজ সমূহAbout Us
বিসমিল্লাহির রাহমানের রাহিম
আসসালামুঅলাইকুম । স্বাগতম BD Adventurer এ, দেশের অন্যতম ইকো
ফ্রেন্ডলি ও বাজেট প্লানার ট্রাভেল গ্রুপ । আমাদের এজেন্সির
মূল লক্ষ্য ও উদ্দেশ্য ব্যবসা নয়, ভ্রমণ পিপাসুদের ভ্রমণ এ সার্বিক সহযোগিতা এবং তাদের ভ্রমণকে আরও নির্ভেজাল
করতে ভ্রমণ
সংক্রান্ত সকল দ্বায়িত্ব নিজের কাধে তুলে ভ্রমণকে আরও আনন্দময় করে তোলা । সেজন্যই আমরা অভিজ্ঞ লোক দিয়ে ভ্রমণ
পিপাসুদের
সহযোগিতা করে থাকি । তাইতো আমাদের এজেন্সির স্লোগান হচ্ছে “ভ্রমণ আপনার, চিন্তা আমাদের”
আমরা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও সরকারী ছুটির দিনে আপনাদের জন্য ইভেন্ট আয়োজন করে থাকি । এছাড়াও মাসের যে
কোনদিন কর্পোরেট
ট্যুর, ১০ জনের অধিক গ্রুপের জন্য গ্রুপ ট্যুর এবং অফিসিয়াল পিকনিকের আয়োজন করে থাকি । আমাদের
সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ।